‘চাকরির জন্য এখন ডিএনএ টেস্ট করা হয়’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে আলোচনা সভা

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে আলোচনা সভা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয়—দেখা হয় বিএনপি ও জাতীয়তাবাদী কোন গন্ধ আছে কি না!

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

হলি আর্টিজান মামলার রায়ে বিএনপি সন্তুষ্ট জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে এ রায়কে স্বাগত জানানো হয়েছে। হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ঙ্কর ও ভয়াবহ জঙ্গিবাদ, যে জঙ্গিবাদ আজকে মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে—তার বিরুদ্ধে একটা রায় হয়েছে।

তিনি বলেন, আমরা এটাও আশা করছি—এ ধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।