বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) দুপুরে হাইকোর্টের গেট থেকে গ্রেফতার করা হয় তাকে।

বিজ্ঞাপন

রমনা জোনের এডিসি এইচ এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কম-কে বলেন, হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।

গ্রেফতারের পর মেজর হাফিজকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

একই মামলায় সকালে হাই কোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। আটক করে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।