কথার ফুলঝুরি না দিয়ে আন্দোলনে নামব: গয়েশ্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসক্লাবে তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রেসক্লাবে তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'আমরা আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনব। কথার ফুলঝুরি না দিয়ে আমরা আন্দোলনে নামব।'

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'খালেদা জিয়া মুক্তি পেলে তারেক রহমান দেশে ফিরতে পারবেন। আমরা যদি কথার ফুলঝুরি দিয়ে তাদের সান্ত্বনা দেই, তাহলে তারেক রহমান হবে চিরদিনের জন্য দেশান্তরী থাকবেন, আর খালেদা জিয়াকে জেলেই মরতে হবে।'

তারেক রহমানের ৫৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর বলেন, 'আমাদের নেত্রী জেলে। আর আমরা ২০-৩০ জন গুলি খেয়ে মরলাম না কেন? তাহলে তাকে আমরা কোথায় রাখলাম? আমাদের দেশটাকে সঠিক পথে আনতে হবে। আমরা মরে গেলেও যদি আগামী প্রজন্মকে ভালো একটা দেশ উপহার দিতে পারি, তাহলে আমাদের সেটাই করতে হবে। আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন করেই আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুহুল কবির কুদ্দুস তালুকদার দুলু, নাহিদুল ইসলাম নাহিদ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।