আ.লীগ সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন  মাহমুদুর রহমান মান্না, ছবি: বার্তাটোয়েন্টিফোর

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না, ছবি: বার্তাটোয়েন্টিফোর

ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে মুক্তি দেবে না। কারণ, খালেদা জিয়া মুক্তি পেলে বর্তমানের এই অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

মান্না বলেন, ‘বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের ওপর নির্যাতন করে টিকে আছে। এই সরকার ক্ষমতায় থাকাকালীন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেবে না। কারণ তারা ভালোভাবেই জানে বেগম জিয়া মুক্তি পেলে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাই উনার (শেখ হাসিনা) ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের রাজপথে থাকতে হবে। আমাদের যুদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের দুর্নীতিকে সায় দিয়ে এই সরকার টিকে আছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই উপাচার্য নাকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বন্ধু। তাই তার কোনো শাস্তি হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা লুটেপুটে খাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে এবং গাছপালা কেটে বিভিন্ন প্রজেক্টের নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- মওদুদ আহমেদ, বিএনপি নেতা শওকত মাহমুদ, মোজাম্মেল হোসেন আলাল, শামীমুর রহমান শামীমসহ অন্যান্যরা।