আ'লীগে এখনো হাজারো সম্রাট-শামীম আছে: মওদুদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসক্লাবে প্রতিবাদ সভার আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রেসক্লাবে প্রতিবাদ সভার আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, 'সরকার দুর্নীতির বিরুদ্ধে যতই অভিযান চালাক না কেন, এটা হচ্ছে আই ওয়াশ। এটা সত্যিকার অর্থে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তাদের প্রত্যেকটি শাখা-প্রশাখায় দুর্নীতি প্রবেশ করে গেছে। এখান থেকে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব হবে না। নিজেদের কারণেই তাদের পতন হবে। তারা দুর্নীতিতে ডুবে আছে। তাদের দলে (আওয়ামী লীগ) এখনো হাজার হাজার শোভন-রাব্বানী, সম্রাট-শামীম আছে।'

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 'সরকার চায় না, খালেদা জিয়ার মুক্তি হোক। সরকার যখন চাইবেন, তখনই বেগম জিয়ার মুক্তি হবে। কিন্তু তারাতো ওনাকে মুক্তি দেবেন না। এক বছর আট মাস হলো আমাদের নেত্রী কারাগারে। লক্ষাধিক মামলায় ২৬ লাখের ওপরে দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারপরও বিএনপি টিকে আছে। তারা জোর করে ক্ষমতায় গিয়ে বিএনপিকে নিঃশেষ করতে চায়। কিন্তু নিঃশেষ করতে পেরেছে? পারেনি। এ দল দেশের জনগণের জন্য কাজ করে। এ দলকে নিঃশেষ করা সম্ভব হবে না। খালেদা জিয়ার মুক্তি হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।'

মওদুদ বলেন, 'দেশে এখন আওয়ামী পুলিশের শাসন চলছে। পুলিশ নির্ধারণ করে দেয়, কোন দল সভা সমাবেশ করতে পারবে আর কোন দল পারবে না। এই সরকার ভারতের সঙ্গে চুক্তি করে আমাদের হাত পা বেঁধে ফেলেছে। আমাদের স্বাধীনতার শক্তি, সার্বভৌমত্বের শক্তি নষ্ট করে দিয়েছে।'

বিএনপির এ নেতা বলেন, 'নুসরাত হত্যা মামলার পরে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, দেশে যে আইনের শাসন আছে সেটা প্রমাণ হলো। তার মানে, সরকার যখন চাইবে, তখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু তনু, ত্বকী, সাগর-রুনি এদের কথাতো সবাই ভুলে গেছে। এদের হত্যার বিচার হচ্ছে না।'

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।