দেশে শান্তি ফিরিয়ে আনতে ছাত্রদলের প্রয়োজন: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পুরনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পুরনো ছবি

দেশে শান্তি ফিরিয়ে আনতে জাতিয়তাবাদী ছাত্রদলের প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দেশবিরোধী চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত সমাবেশে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আবরার ফাহাদ হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি একজন মা হিসেবে এর বিচার করবেন। তিনি তো সব ঘটনায় বলে থাকেন বিচার করবে। কিন্তু কোনো অন্যয়ের বিচার হয় না।’

তিনি আরও বলেন, ‘আসলে এই সরকার ভবঘুরে সরকার। যাদের কেউ নেই তারা ভবঘুরে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার দুইর্নীতিতে ডুবে গেছে।  আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুতি নিন। আন্দোলনের মাধ্যে এই সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে।’

দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।