নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

‘দেশবিরোধী চুক্তি’ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে এবং ‘প্রহসনের বিচারে’ বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি’র ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ নগর সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। সমাবেশ প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশের কড়াকড়ি অবস্থান দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির মিটিং শেষ ১২ অক্টোবর ঢাকাসহ সকল মহানগর সদরে ও ১৩ অক্টোবর সকল জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় দলটি।