জুয়াড়িদের হাতে দেশ: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনে মির্জা ফখরুল সহ বিএনপির নারী নেতৃবৃন্দ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানববন্ধনে মির্জা ফখরুল সহ বিএনপির নারী নেতৃবৃন্দ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দেশ আজ জুয়াড়িদের হাতে পড়েছে। এই সরকার জুয়াড়িদের সরকার।'

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগের বড় নেতা, ছাত্র নেতা, যুব নেতা, পাতি নেতাসহ সকল নেতার কারণে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারছেন না।'

বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়। তারপর জানতে চাইলে বলে, জানি না। নিখোঁজ হয়ে যায় আমাদের নেতাকর্মীরা। গত ১০ বছরে আমাদের ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এক লাখ মামলা হয়েছে। ৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছেন।'

মানববন্ধনে মির্জা ফখরুল সহ বিএনপির নারী নেতৃবৃন্দ

তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার যে সকল নেতা-নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তার মধ্যে খালেদার নাম সবার আগে উচ্চারিত হবে। তার নাম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই নেত্রীকে ১৮ মাস ধরে কারাবন্দী করে রেখেছে সরকার।'

তিনি আরও বলেন, 'মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়া কারাবন্দী। তাকে জামিন না দিয়ে মাসের পর মাস বন্দী করে রেখেছে। আমার বারবার তার জামিনের আবেদন করছি। আমরা কোনো অন্যায় আবদার করছি না। আইনের মাধ্যমে নেত্রীর যা প্রাপ্য তাই চেয়েছি। কিন্তু সরকার জামিন দিচ্ছে না। আসলে আওয়ামী লীগের সৌজন্যবোধের অভাব রয়েছে।'

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।