শনিবার জাতীয় পার্টির জরুরি সভা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী শনিবার (২০ জুলাই) সকাল ১০টায় জাতীয় পার্টির নির্বাহী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এই সভায় দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় পার্টির কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

দলের প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, চেয়ারম্যানের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডীর সদস্য, নির্বাহী ও কেন্দ্রীয় সদস্যবৃন্দ, প্রত্যেক অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দুই মহানগরের থানা কমিটি সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে এই সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

সম্ভব হলে ঢাকার বাইরে থেকেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সভায় যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

এদিকে প্রত্যেক জেলা-উপজেলায় এরশাদের জন্য দোয়া ও স্মরণসভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ৪০ দিন পর্যন্ত দোয়া ও স্মরণসভা আয়োজনের অনুরোধ জানিয়েছেন মসিউর রহমান রাঙ্গা।