এরশাদের জন্য আর রক্তের প্রয়োজন নেই

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হুসেইন মুহম্মদ এরশাদ, পুরনো ছবি

হুসেইন মুহম্মদ এরশাদ, পুরনো ছবি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য আর রক্তের প্রয়োজন নেই। অগণিত মানুষ রক্ত দিতে আসায় এখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি রক্তের যোগান হয়েছে।

তাঁর রক্তের প্রয়োজন, এমন সংবাদ পেয়ে শত শত মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছেন। তারা নিজেরাই তালিকা করেছেন রক্তদাতার। ভিড় করেছেন সিএমএইচ, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানী অফিস এবং জাতীয় পার্টির কাকরাইল অফিসে।

বিজ্ঞাপন

এখনো অসখ্য মানুষ এরশাদকে বাঁচিয়ে রাখতে রক্ত দিতে যোগাযোগ করছেন। কিন্তু এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় অনেক বেশি রক্তের ব্যবস্থা চিকিৎসদের কাছে রয়েছে।

তাই এখন তাঁর চিকিৎসার জন্য আর রক্তের প্রয়োজন নেই বলে জাপার পক্ষ থেকে জানানো হয়েছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসায় রক্তের প্রয়োজন, এমন সংবাদে মানুষ সাড়া অভূতপূর্ব বলে জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। দেশবাসীর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কৃতজ্ঞতা জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।