গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরামের ২ কর্মসূচি

  • স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গণফোরামের লোগো

গণফোরামের লোগো

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরাম দু’টি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি দু’টি হলো- শনিবার (৬ জুলাই) থেকে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ এবং মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রতিবাদ মিছিল বের করা।

এছাড়া ওই দিন দেশের সব জেলায় সভা, সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ।

তিনি জানিয়েছেন, সকালে রাজধানীর গুলশান-১ এ গণফোরাম সভাপতি পরিষদের এক জরুরি সভায় এ দুই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী রোববারের (৭ জুলাই) হরতালে গণফোরাম সমর্থন দেবে বলেও জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মেজর জেনারেল (অব.) আমসাআ আমীন, মহসিন রশীদ ও মেজর (অব.) আমীন আহমেদ আফসারী।