এরশাদ লাইফ সাপোর্টে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই)  চারটা ১০ মিনিটে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সেখানে তিনি জানান,  ‘এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। কিডনি কাজ করছে না। ফুসফুসের সংক্রমণও কমছে না।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিএমএইচে চিকিৎসাধীন এরশাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান লাইফ সাপোর্টে রয়েছেন।

তবে দলটির পক্ষে শুরু থেকে এরশাদের লাইফ সাপোর্ট নিয়ে তথ্যের লুকোচুরি করতে দেখা গেছে। দলের সিনিয়র নেতারা কখনও লাইফ সাপোর্টে রয়েছেন এরশাদ, আবার কখনও অক্সিজেনের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন- বলে গণমাধ্যমে মন্তব্য করে আসছেন।