চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এরশাদের শারীরিক অবস্থার ব্যাপারে ব্রিফ করছেন জিএম কাদের, ছবি: বার্তা২৪.কম

এরশাদের শারীরিক অবস্থার ব্যাপারে ব্রিফ করছেন জিএম কাদের, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ। তিনি আধো ঘুম আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।’

তিনি বলেন, ‘আজো গতকালের মতই তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘অক্সিজেন দেওয়া হচ্ছে। ডাক্তারি ভাষায় যেটাকে লাইফ সাপোর্ট বলে সেটা নয়। দুই ঘণ্টা আন্ডার প্রেসারে, দুই ঘণ্টা স্বাভাবিক অক্সিজেন দেওয়া হচ্ছে।’

ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল, তাই চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দিচ্ছেন। লাইফ সাপোর্ট বলতে বোঝায়, গলা কেটে পাইপ ঢুকিয়ে অর্গানগুলোকে সচল রাখা। এরশাদের ক্ষেত্রে তা হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘চিকিৎসকরা এখনো অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন। দলের চেয়ারম্যানের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত ব্রিফিং করবে জাতীয় পার্টি। আমরা কিছু না বললে মনে করবেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আইএসপিআরকে একটু পর পর আপডেট দিতে বলেছি।’

প্রয়োজন হলে আইএসপিআরের তথ্য ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করতে সবাইকে অনুরোধ করেন তিনি।

কোনো তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলীয় নেতাকর্মীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া পোস্ট দিতে নিষেধ করেন এ সময়।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএম ইয়াসির, আমিনুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূইয়া, আবদুর রাজ্জাক, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানসহ অনেকে।