চট্টগ্রাম নগর বিএনপির থানা-ওয়ার্ডের সব কমিটি বিলুপ্ত
চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো দ্রুত ও পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে নগর বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে কমিটি বিলুপ্তির ঘোষণা দেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে এরশাদ উল্লাহ বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডে অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।’
এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান নগর বিএনপির এ আহ্বায়ক।
এর আগে, দলকে পুনর্গঠনে গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিএনপি সূত্র জানায়, ২০১৭ সালের ১০ জুলাই ২৭৫ সদস্যের মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর তৎকালীন সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নগর বিএনপির ১৪ থানা ও ৩৮টি ওয়ার্ড কমিটি গঠন করেন। ওই কমিটি শুধু খুলশী থানা ও ৫টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। সেই ওয়ার্ডগুলো হলো- ২১ নম্বর জামাল খান, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ও ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড। এ ওয়ার্ডগুলোতে আগের আহ্বায়ক কমিটি দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চলছিল।