‘ন্যায় ও ইনসাফ ছাড়া দেশে শান্তি আসতে পারে না’

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ন্যায় ও ইনসাফ ছাড়া দেশে শান্তি আসতে পারে না’

‘ন্যায় ও ইনসাফ ছাড়া দেশে শান্তি আসতে পারে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন বলেছেন, বিগত ১৭ বছরে দেশে জুলুম, শোষণ ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ন্যায়, সততা ও ইনসাফ ছাড়া ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

বুধবার (২৫ ডিসেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ওয়ার্ড আমির ডা. মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ ছাড়া টেকসই উন্নয়ন ও স্থায়ী শান্তি সম্ভব নয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালি থানা আমির আমির হোছাইন, সাবেক ছাত্রনেতা ও থানা সহকারী সেক্রেটারি আ. ন. ম. জোবায়ের।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ওয়ার্ড নায়েবে আমির আনোয়ারুল হক, সেক্রেটারি মুহাম্মদ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শওকত আলী, বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম টিপু, এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশরাফুদ্দীন আহমদ জোবায়ের।