আওয়ামী লীগের আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢল নেমেছে নেতাকর্মীদের। হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ৩টায় এ আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সরেজমিনে দেখা যায়, এদিন দুপুর ৩টা থেকে আলোচনা সভা শুরু হবার কথা থাকলেও এর অনেক আগে থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলোচনা সভাস্থলে উপস্থিত হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিভিন্ন রঙের টি-শার্ট, ক্যাপ পরে থাকতে দেখা যায়।
এসময় খণ্ড খণ্ড মিছিলে আলোচনা সভায় আগত নেতৃবৃন্দদের 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' 'শেখ হাসিনা, শেখ হাসিনা' 'শেখ হাসিনা সরকার, বার বার দরকার' 'উন্নয়নের সরকার, বার বার দরকার' সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
সভায় সভাপতিত্ব করছেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামা তরুন।