আ.লীগের প্রতিষ্ঠা হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছে: বিপ্লব বড়ুয়া
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলের এমফিথিয়েটারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সে কারণে অনেক বদনাম হয়তো শুনে থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতির জ্যানেটিক এনসেস্ট্রি। আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আওয়ামী লীগ। পৃথিবীর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল পাওয়া যাবে না, যতটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার দেশের জন্য, দেশের মানুষের জন্য ত্যাগ করেছে, বুকের রক্ত দিয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পরম্পরা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বলেন, আওয়ামী লীগ ৭৫ বছর অতিক্রম করায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তাৎপর্যপূর্ণ। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশে যা অর্জন সবই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।