রওশন চেয়ারম্যান, ফিরোজ রশীদ নির্বাহী চেয়ারম্যান, মহাসচিব মামুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।
শনিবার (৯ মার্চ) আইবি চত্বরে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব অনুমোদন দেন ৫ হাজার কাউন্সিল ও ডেলিগেট।
এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়কে কো-চেয়ারম্যান নির্বাচন করা হয়।
গত ২৮ জানুয়ারি রওশন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এরপর ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল আহ্বান করেন।