১৪৪ ধারা দিয়ে আর লাভ হবে না: খসরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১৪৪ ধারা দিয়ে আর লাভ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। অন্যান্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ধারা কাজ হয়নি। জোয়ার শুরু হলে বাঁধ দিয়ে রাখা যায় না।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের সাহসের সঙ্গে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার এখন আলোচনায় বসছে। এ আলোচনা ভোট চুরির প্রক্রিয়ার অংশ। তাই আমাদের সাহসের সঙ্গে আগামী দিনে এগিয়ে যেতে হবে।

পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাইয়ের বটতলী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা। কেন্দ্রীয় বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বেগম জিয়া কারাগারে হেঁটে গেছেন। এখন নিজের পায়ে দাঁড়াতে পারেন না। এর দায় সরকারকে নিতে হবে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্রসমাবেশ ডাকে। তাই ওই স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।