ফখরুলের উপস্থিতে নেতা-কর্মীদের হাতাহাতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বুধবার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন ৷ পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের মাঝে এসে থামানোর চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর তা বন্ধ হয়। পরে স্বাভাবিকভাবে চলে কর্মসূচি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করতে এই মানববন্ধন কর্মসূচি ডাকে বিএনপি। নির্ধারিত কর্মসূচিতে প্রেসক্লাবে নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়।