পুলিশি বাধায় পন্ড মহিলা দলের মৌন মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশি বাধায় পন্ড মহিলা দলের মৌন মিছিল

পুলিশি বাধায় পন্ড মহিলা দলের মৌন মিছিল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মৌন মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর নয়াপল্টনে এই মিছিল শুরু করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

বিজ্ঞাপন

পুলিশি বাধা পেয়ে মহিলা দলের নেতাকর্মীরা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা নিলোফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেয়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, প্রশাসন আমাদের মৌন মিছিল করতে দেয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা এই অবৈধ সরকারের পতনের অপেক্ষায় আছি।

এদিকে মহিলা দলের মৌন মিছিলে বাধা প্রসঙ্গে পুলিশের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, মহিলা দলের অনুমতি ছিল না। এমনিতেই নগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর মধ্যে তারা যদি সড়কে নামে তাহলে যানজটসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ কারণে তাদের বিক্ষোভ মিছিল করতে দেয়া হয়নি। দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছে।