নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিজ্ঞাপন

সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।

ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ।

ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়। সমাবেশের জন্য নয়াপল্টনে ভিআইপি সড়কে যান চলাচল বিলম্বিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন সতর্ক অবস্থানে।