রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু-চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। ঢাকা কলেজ ছাত্রদল ও তেজগাঁও কলেজ ছাত্রদল আলাদা আলাদা মিছিল করে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃত্বে মিছিলটি এ আর প্লাজা থেকে শুরু হয়ে ধানমন্ডি শেখ কামাল মাঠ ঘুরে আনোয়ার খান মর্ডাননের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মিয়া মোঃ হাসিবুল হাসান সজীব, হায়াত মাহমুদ জুয়েল,  সোহানুর রহমান সোহান রবিউল ইসলাম ,  সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, সহ-সাংগঠনিক মোঃ মিল্লাদ হোসেন, সহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ-ধর্ম সম্পাদক প্রদীপ অধিকারী,সহ শিক্ষা সম্পাদক আবুবক্কর সিদ্দিক, ঢাকা কলেজ ছাত্রদলের সক্রিয় কর্মী মোঃ সাজ্জিদ হোসেন, ইনজামামুল হক ইমন, রাহাত হোসেন,রিফাত হোসেন , নাহিন হাসান, হাসান, সাজ্জাদ, আলআমিন, শামসুদ্দিন প্রমুখ।

তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়ে কাওরান বাজার গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের বেলাল হোসেন খান, নুরে আলম খান, জুয়েল শিকদার, তরিকুল ইসলাম ইমরান, নাজমুল হুদা রাকিব, রাহিবুল ইসলাম রাতুল, সুজন মিয়া, সৈকত শুভ, ইয়ামিন খন্দকার, মামুন, জুয়েল রানা, ইলিয়াস হোসেন, সজিবুর রহমান সজিব, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম বেল্লাল, রনি হাওলাদার, তরিকুল ইসলাম, রোমান আহমেদ, সাব্বির হোসেন সহ অর্ধ শতাধিক ছাত্রনেতা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেলাল হোসেন খান বলেন, স্বৈরাচারের কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই, ফিরবে দেশের হারানো গনতন্ত্র। একই সাথে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত সুচিকিৎসার জন্য বিদেশ না পাঠানো পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।