মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্ব দিতে সরকারের প্রতি রিজভীর আহ্বান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যে বক্তব্য দিয়েছেন তা গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি আহ্বান জানান।

বিজ্ঞাপন

বেগম জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, খুনের আসামির সাজা মওকুফ করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না।

রিজভী বলেন, দল মত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুসুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলছে। ফ্যাসিবাদের সকল স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে সরকার। দয়া মায়া মানবতা বলতে কিছু নেই।

তিনি বলেন, এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।