আ. লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বাড়বে: নজরুল ইসলাম খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এজন্য এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিকদলের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নজরুল বলেন, এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনা ভোটের সরকার। বিনা ভোটের সরকার কারো কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবত। জনগণের সরকারের জন্য গণতান্ত্রিক ও গণ আন্দোলনের মাধ্যমে এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে হবে। আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বে হবে।

তিনি বলেন, এক বছরে ৩৫ বার দ্রব্যমূল্য বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়ালো সরকার কিন্তু শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না কেন?

তিনি আরও বলেন, সয়াবিনের দাম প্রতি লিটারে একেবারে ৭ টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে, অথচ যে পরিমাণ তেল এখনো মজুদ রয়েছে সেটা দিয়ে আরও তিন মাস চলার কথা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।