প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করছে মালয়েশীয় সরকার

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে মালয়েশীয় সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে হিশামুদ্দিন তুন হুসেন উল্লেখ করেন।

এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি মালয়েশিয়ার নাগরিকদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।