অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শাহজালালে অস্ট্রেলীয়দের বিদায় জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার

শাহজালালে অস্ট্রেলীয়দের বিদায় জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার

অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিজ দেশে ফিরিয়ে নিতে ভাড়া করা একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ছেড়ে যাওয়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ওই ফ্লাইটে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন।

অস্ট্রেলীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে পেরে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিএএএবি, বাংলাদেশ পুলিশ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন।

শাহজালাল বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার অস্ট্রেলীয় নাগরিকদের বিদায় জানান।

গত সপ্তাহে এই ফ্লাইটটিতে সিট পেতে নিবন্ধন করার জন্য হাইকমিশন আহ্বান জানানোর পর ৩৩৯ জন আবেদন করেছিলেন।

হাইকমিশন সূত্র জানিয়েছে শ্রীলংকান এয়ারলাইন্সের ভাড়া করা এই উড়োজাহাজে সিট রয়েছে ২৯৪টি।