সামাজিক দূরত্ব না মানায় ১৯ ব্যক্তি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সামাজিক দূরত্ব না মানায় নারায়ণগঞ্জের চাষাড়ায় ১৯ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাষাড়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-১১।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত খুবই অত্যাবশ্যকীয়। কিন্তু অভিযানে দেখা গেছে অনেকে সেটি মানছেন না। এ জন্য ১৯ ব্যক্তিকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ওষুধ বিক্রি করা, ফার্মাসিস্ট না থাকা, বিক্রয় রশিদ না দেওয়া এবং ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় লাজ ফার্মা ও রনি ফার্মাকে যথাক্রমে ১০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কোহিনূর বেকারি নামে আরেক প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব না মানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।