দেশে একদিনে নতুন শনাক্ত ২৯, আক্রান্ত বেড়ে ১১৭

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন/ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন/ছবি: সংগৃহীত

নতুন করে দেশে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ এপ্রিল) মহাখালীর বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে (আইপিএস ভবনের পাশে) সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসংস্থার প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত জরুরি এক সভায় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও আমাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য বিষয়ে অবহিত করা হয় না।

করোনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, মৃত বেড়ে ১৩