যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকা ছেড়েছে
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বিশ্বব্যাপী কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের ফলে আমেরিকার কয়েক’শ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য দ্বিতীয় চার্টার বিমান রোববার (৫ এপ্রিল) ঢাকা ছেড়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ী যাত্রীদের সাথে মতবিনিময় করেন।
এর আগে মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ আরেকটি ফ্লাইট সোমবার (৩০ মার্চ) ঢাকা ছাড়ে।
করোনার প্রাদুর্ভাবের ফলে গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বিশ্বব্যাপী ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। যেখানে অনির্দিষ্টকালের জন্য দেশের বাইরে থাকার পরিকল্পনা না থাকলে যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বিদেশে ভ্রমণ পরিহার করতে এবং যারা যুক্তরাষ্ট্রে থাকেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য তাগিদ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক বাংলাদেশে থাকেন এবং অনেকেই দেশে ফিরে যাওয়ার জন্য মনস্থির করেছেন; দূতাবাস তাদেরকে এ সংক্রান্ত সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের উচিত যত দ্রুত সম্ভব স্মার্ট সিটিজেন এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করা: S mart T raveler E nrollment P rogram
৪ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ৭৮টি দেশ থেকে ৪০,০৮৩ জন নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে দূতাবাস জানিয়েছে।