মন্ত্রণালয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আন্দোলনকারীরা
মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা নবম ওয়েজবোর্ড কার্যকরের দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা।
মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রস্তাব করা হয় জানুয়ারি থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার ভাতা প্রদান করা হবে পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের।
রোববার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার পর প্রশিক্ষণার্থী চিকিৎসদের এমন সিদ্ধান্ত জানানো হলে তারা আন্দোলন থেকে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ড.তানভির আহমেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, মন্ত্রণালয়ের বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা আমাদের আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দিবে বলে জানিয়েছে। কিন্তু আমরা তাদের এই আশ্বাস মানি না। আমাদের যে দাবি সেটা না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের অবস্থান ছাড়বো না।
এদিকে রোববার (২৯ডিসেম্বর) সকাল ১১টার পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দাবি আদায়ে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তাররা অবস্থান নেন।
উল্লেখ্য, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবী জানানো হয়েছিল। অথবা নবম গ্রেড এর সাথে সকল সুযোগ সুবিধা কার্যকর করার দাবি জানানো হয়েছিল। দাবির প্রেক্ষিতে ভাতা ২৫,০০০ থেকে বৃদ্ধি করে ৩০,০০০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তার সে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে। পরবর্তীতে আবার আন্দোলনের ডাক দিলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন চেঞ্জ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন পরিবর্তন না করার কারণে শাহবাগ অবরোধ করেছে পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা।