‘ক্রাইমসিন রক্ষায় সচিবালয়ে চলাচল সীমিত করা হয়েছে’
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এছাড়া তদন্তের স্বার্থে কিছু আলামত ল্যাবে পাঠানো হয়েছে। এসব আলামত পরীক্ষার জন্য বিদেশেও পাঠানো হবে বলেও জানান তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রাইভেট ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই।
এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এক পোস্টে লিখেন, বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল। কিছু লোক সরকারকে কঠোর হতে বলে আবার সামান্যতম কঠোর হলে গেল গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক।
তিনি আরও লিখেন, একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার, কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে। তা-ও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাশ ইস্যু করা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিগগিরই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডই পর্যালোচনা করা হবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে।