খেটে খাওয়া গরিব, অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেবে বিপিএ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে দৈনন্দিন খেটে খাওয়া গরিব, অসহায় ক্ষুধার্ত মানুষদের মাঝে খাবার বিতরণ করবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশান (বিপিএ)।

মঙ্গলবার (৩১ মার্চ)  ঢাকার হাতিরঝিল ও মগবাজার আমবাগান বস্তি এলাকায় প্রায় ২ শতাধিক পরিবারকে বিনামূল্যে খাবার ( চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, সাবান) সহায়তা প্রদান শুরু করবে বিপিএ।

বিজ্ঞাপন

বিপিএ ইতিমধ্যে কিছু সাংবাদিককে তাদের নিরাপত্তার জন্য পিপিই (PPE-Personal Protection Equipment) প্রদান করেছে । বিপিএ র এই কার্যক্রমে সহায়তা প্রদান করছে হাভাল বাংলাদেশ ও এভারগ্রিন ঝুম বাংলাদেশ ।