করোনা শনাক্ত হবে বরিশালেও

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা পরীক্ষার যন্ত্রপাতি পৌঁছেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে

করোনা পরীক্ষার যন্ত্রপাতি পৌঁছেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন ঢাকা থেকে শেবাচিম হাসপাতালে পৌঁছায়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, পিসিআর মেশিনটি বরিশাল শেবাচিম হাসপাতালের দোতলায় ভাইরোলজি বিভাগে স্থাপন করা হবে।

মেশিনের পৌঁছানোর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার মো বাকির হোসেন জানান, শেবাচিম হাসপাতালে করোনা শনাক্তকরণ মেশিনটি এসে পৌঁছেছে। মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা মিলে মেশিনটি স্থাপন করার জায়গা নির্ধারণ করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ইঞ্জিনিয়ার এসে মেশিন স্থাপনের কাজ শুরু করলে আশা করি ৮/১০ দিনের মধ্যেই করোনা শনাক্ত করা সম্ভব হবে।