চট্টগ্রামে খালের পাড়ে মিলল গুলিসহ ২ রিভলভার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাগরিকা এলাকায় কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম লুট হওয়া অস্ত্র কোথাও ফেলে রাখলে সেটি উদ্ধার করব। গোপন সংবাদের ভিত্তিতে দুটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছি।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্র ফেরত দিতে সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্য আগেও আহ্বান জানানো হয়েছে। এর আগে আকবর শাহ থানার ইস্পাহানি পাহাড়ের জঙ্গল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছিল।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর চট্টগ্রাম নগরে বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্রাগার লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় পাহাড়তলী থানায় আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটরসাইকেল লুটের অভিযোগ রয়েছে। এর মধ্যে কিছু উদ্ধার হলেও বেশ কিছু অস্ত্র এখনও নিখোঁজ।