দেশে করোনায় নতুন কোনো সংক্রমণ নেই
বাংলাদেশে করোনাভাইরাসকরোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো আক্রান্ত নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনাভাইরাসের এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার (২৮ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৪৫০ কল এসেছে। আমরা নমুনা সংগ্রহ করেছি ৪২ জনের। এদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি। মোট আক্রান্ত ৪৮ জন।’
তিনি বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হয়েছেন। মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ৯ জন পুরুষ ও ৬ জন মহিলা। গড় বয়স ২৯ বছর। সর্বনিম্ন ২ বছর বয়স। তারা ৮-১৬ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তাদের মধ্যে জ্বর-কাশি ছিল।’
তিনি আরও বলেন, ‘হাঁচি ও কাশি আসলে টিস্যু দিয়ে পরিষ্কার করবেন। সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবেন। করোনা নিয়ে আমাদের হটলাইনে কল করুন।’