‘স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে প্রবেশ করালে প্রতিরোধ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিরোধ গড়ে তোলা হবে/ছবি: বার্তা২৪.কম

প্রতিরোধ গড়ে তোলা হবে/ছবি: বার্তা২৪.কম

স্বৈরাচারের সহযোগীদেরকে কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানো হলে, সেই দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে আয়োজিত জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্খা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। লাউড এন্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীদেরকে যদি কোনো রাজনৈতিক দল নিজ দলে প্রবেশ করান, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।

বিজ্ঞাপন

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরন করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ দিল্লীকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিতেন দিল্লীকে। সরকারের কিছু লোকজন বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে বাংলাদেশে দেশে যে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

বিটিএফ'র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।