বৃহস্পতিবার থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে ১০ টাকা কেজি দরে রাজধানীতে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল বিক্রি করবে খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে রাজধানীর ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করা হবে। বুধবার খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আপাতত এ কার্যক্রম চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা২৪.কমকে বলেন, এতদিন খাদ্য অধিদপ্তর ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করতো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে নিম্নআয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এতে তারা বিপদে পড়েছেন। তাই ওইসব মানুষদের কথা বিবেচনা করে দেশব্যাপী এই কার্যক্রম চালু করা হবে।