আবরার হত্যা মামলায় প্রসিকিউশন টিম গঠন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) বিকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়।

প্রসিকিউশন টিমে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে চিফ প্রসিকিউটর এবং অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও অ্যাডভোকেট মো. আবু আব্দুল্লাহ ভূঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২ এর ৬ ধারার ক্ষমতাবলে সরকার আবরার ফাহাদ হত্যা মামলাটিকে দ্রুত নিষ্পত্তির লক্ষে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরিত করেছে।

হত্যাকাণ্ডের পর আবরারের পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য অনুরোধ জানিয়েছিলেন। যার প্রেক্ষিতে সরকার মামলাটিকে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরিত করা হয়।

বিজ্ঞাপন