‘করোনা নিয়ে ভুল তথ্য ছড়াবেন না’
দেশের এ দুর্যোগের সময়ে কেউ করোনা নিয়ে ভুল তথ্য ছড়াবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৫ মার্চ) বিকাল চারটায় স্বাস্থ্যমন্ত্রীর পেইজ "Health Minister Zahid Maleque,mp" থেকে লাইভে করোনা ভাইরাস সংক্রান্ত পিপিই সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আগামী কিছুদিন আপনারা দূরত্ব বজায় রাখুন। করোনায় আক্রান্ত হলে পরিবারও আক্রান্ত হবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্কতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, কাল স্বাধীনতা দিবসে ১০ হাজার পিপিই চীন থেকে আসবে। সরকারের সঙ্গে সবাই হাত মিলিয়ে কাজ করবেন। এরই মধ্যে ৭ জন রোগী সুস্থ হয়েছেন। এটা ভালো খবর। সবাই দূরত্ব বজায় রাখবেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে সেটি সবাই মেনে চলবেন।
অনুষ্ঠানে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সুরক্ষার জন্য পিপিই এর কিছুটা স্বল্পতা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চার লাখ পিপিই সংগ্রহ করেছেন। তিন লাখ ইতোমধ্যে হাসপাতালে বিতরণ করেছেন, আরো এক লাখ পিপিই রয়েছে। আরো লাখ লাখ পিপিই বিভিন্ন বেসরকারি সংস্থা সরকারের হাতে তুলে দিচ্ছে। আজকে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা ৫ হাজারে পিপিই পেয়েছি। যারা স্বাস্থ্যসেবায় যুক্ত তাদের আশ্বস্ত করতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত সজাগ, সচেতন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছেন। প্রাইভেট মেডিকেলগুলোতে ২০ হাজার শয্যা আছে। আমরা প্রাইভেট মেডিকেলগুলোতে পিপিই সরবরাহ করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে উঠতে পারব।