কিছুক্ষণের মধ্যেই খালেদার মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যে নির্দেশনা এসেছে, তা কিছুক্ষণের মধ্যেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে কাজ ছিল তা সম্পন্ন হয়েছে। আইজি প্রিজন আমার পাশে আছেন, তিনি তার কাজটা করবেন, তারপরেই তার আদেশ কার্যকর করা হবে।
সাজা স্থগিত থাকাকালে খালেদা জিয়া রাজনৈতিক কাজে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (খালেদা) রাজনৈতিক কর্মকাণ্ড করবেন কেন? তিনি তো এখনো সাজাপ্রাপ্ত ব্যক্তি। ৬ মাসের জন্য শুধু শাস্তি স্থগিত করা হয়েছে।
শর্ত ভঙ্গ করলে শাস্তি স্থগিত বাতিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, দুই শর্তে ছোট ভাইয়ের জিম্মায় খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত সরকারের আদেশে স্বাক্ষর করা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তির জন্য কাগজপত্রে স্বাক্ষর করেছেন সচিব। কিছুক্ষণের মধ্যে তাকে মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এক ঢাকাস্থ নিজ বাসায় তিনি চিকিৎসাসেবা নেবেন এবং দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না।