করোনাভাইরাস: ক্যামেরায় রাজধানীর চিত্র
ক্যামেরার চোখে সচেতনতার কিছু চিত্র প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের কারণে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা।
ক্যামেরার চোখে সচেতনতার কিছু চিত্র প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের কারণে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা।
যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। তার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেছেন ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার(১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে মায়ের জন্য হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে আপলোড করা হয়।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়- হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।
৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা যায়।
দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় তীব্র শীতে সীমাহীন কষ্টে পড়া রাস্তায় রাস্তায় জীবন কাটানো পাগল, ভারসাম্যহীন, প্রতিবন্ধী, গরীব ও অসহায় খুঁজে খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করেছে উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস)।
দেখাযায়, গত কয়েকদিন ধরে মধ্যরাতে বরগুনার বিভিন্ন এলাকায় পাগল, ভারসাম্যহীন, গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের উষ্ণতা দিতে কম্বল নিয়ে জবুথবু শীতার্ত মানুষের ধারে ধারে হাজির হয়ে গায়ে কম্বল জড়িয়ে দেন "উসসাস" এর সদস্যরা।
এভাবে কম্বল পেয়ে অনেক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষগুলোর মুখে ফুটেছে প্রাপ্তির হাসি।
উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর সদস্যরা বলেন, সবসময়ই মানুষের কষ্ট দেখলে দৌড়ে গিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক সকল ধরনের কর্মকাণ্ডে জরাতে পারাটা আমার এক ধরনের নেশায় পরিনত হয়ে যাচ্ছে। তবে এ-সব কর্মকাণ্ডে মানুষের পাশে এগিয়ে আসতে আমার ব্যাক্তিগত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন পরিচিত ব্যক্তিবর্গদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মত ন্যক্কারজনক ঘটনাসহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর নিজ এলাকা নাজিরহাটে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফটিকছড়িতে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মত ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপির কেউ নন। তারা সবাই দলে অনুপ্রবেশকারী। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
তিনি দৃঢ়তার সাথে বলেন, ফটিকছড়ির বিভিন্ন খাল থেকে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার, কৃষির জমির টপ সয়েল কাটার বিষয়ে প্রশাসনের নীরবতা ও ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমি এ বিষয়ে উর্ধ্বতন সংশ্লিষ্ট দপ্তরে শীঘ্রই অভিযোগ জানাবো।
তিনি বলেন, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। গণমানুষের দল। তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ দলে (বিএনপি) চাঁদাবাজসহ কোন অন্যায়কারীদের স্থান নেই। থাকতে পারে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা ফরিদুল আলম, মহিন উদ্দিন আজম তালুকদার, শফিউল আলম, মিঞা মোশাররফ আনোয়ার মশু, নুরুল আবছার, জিয়াউল ফরহাদ, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মো. মানিক, মো. একরাম, মো. আফাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মোজাম্মেল হোসেন অভি ও মো. আলা উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ৯ জানুয়ারি উপজেলার বাগানবাজারে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুলায়েত হোসেন (৬০) নামের এক কৃষককে হত্যা করে বালু সিন্ডিকেটের একাধিক যুবদল নেতা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী সব সময় বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং এ কাজ চলমান থাকবে। জামায়াত ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে সমাজে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে।
শুক্রবার (১০ জানুয়ারি) পাচঁলাইশ থানার মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে লুটপাট করেছে। দেশের গরীব-অসহায় মানুষগুলো ঠিকমতো খাবার খেতে পারেনি, তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারেনি, তারা জুলুমের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আওয়ামী লীগ দেশের দুঃস্থ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগামীতে মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তাফা কামাল, পাচঁলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, চান্দগাও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ।
ওয়ার্ড সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাতানগঞ্জ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, বুলবুল, তরু, এলাহি, সিরাজ প্রমুখ।