ডিএনসিসির ৯ লক্ষ বর্গফুট জীবাণুনাশক স্প্রে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএনসিসির জীবাণুনাশক স্প্রে, ছবি: বার্তা২৪.কম

ডিএনসিসির জীবাণুনাশক স্প্রে, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় দিনের মতো জীবাণুনাশক স্প্রে করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

৪টি ওয়াটার বাউজার এ কাজে ব্যবহার করা হয়। মোট ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৯ লক্ষ বর্গফুট এলাকায় স্প্রে করা হয়।

বিজ্ঞাপন
ডিএনসিসির ৯ লক্ষ বর্গফুট জীবাণুনাশক স্প্রে
৪টি ওয়াটার বাউজার এ কাজে ব্যবহার করা হয়

এলাকাগুলো হচ্ছে শাহ আলী মাজার থেকে মিরপুর ১ নম্বর গোলচত্বর, টোলারবাগ, বাংলা কলেজ হয়ে টেকনিক্যাল, মিরপুর মডেল থানা, মিরপুর ১ নম্বর গোলচত্বর, মাজার রোড ও গাবতলি। এছাড়াও মিরপুর সেকশন ১৪, সোহরাওয়ার্দি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং আশকোনায় এই স্প্রে করা হয়।

এদিকে প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।