দেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃতের সংখ্যা বেড়ে ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক/ ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক/ ছবি: বার্তা২৪.কম

দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

মঙ্গলবার (২৪ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজনের বিদেশ ভ্রমণ ইতিহাস আছে। তিনি সৌদি থেকে ওমরাহ করে এসেছেন। এছাড়া যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, হটলাইনে কলের সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় হটলাইনে কল এসেছে ১ হাজার ৭০০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭১২ জনের। আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে আছেন ৪৬ জন- যোগ করেন আইইডিসিআর পরিচালক।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।