নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এম রিয়াজ হামিদুল্লাহ

এম রিয়াজ হামিদুল্লাহ

এম রিয়াজ হামিদুল্লাহকে নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োজিত আছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫তম ব্যাচে পররাষ্ট্র দফতরে যোগ দেন রিয়াজ হামিদুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অর্থনীতিতে স্নাতকোত্তর রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র দফতরে মহাপরিচালকের (বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক শাখা) দায়িত্বও পালন করছেন।

বিজ্ঞাপন