সন্ধ্যা থেকে রেল যোগাযোগ বন্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এবং সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চলমান করোনা পরিস্থিতি নিয়ে রেলভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রেলমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল গণপরিবহন বন্ধ থাকবে। সে অনুসারে আগামী ২৬ মার্চ থেকে আন্তঃনগরসহ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তবে মালবাহী ট্রেন এবং কন্টেইনার চলাচল করবে।’
আরও পড়ুন: লোকাল ও মেইল ট্রেন বন্ধ, হতে পারে আন্তঃনগরও
তিনি আরও বলেন, ‘ট্রেন বন্ধের সময় রেলের সব কন্ট্রোল রুম খোলা থাকবে। রেলের কর্মকর্তারা নিজ নিজ হেডকোয়ার্টারে অবস্থান করবে। সরকারের প্রয়োজনে যদি কোনো ট্রেন পরিচালনা করতে হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। রেলওয়ে স্থাপনাসমূহের নিরাপত্তা যথাবিহিত অব্যাহত রাখতে হবে।’
হঠাৎ কমলাপুরে যাত্রীদের চাপ বেড়েছে, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এমন প্রশ্নের মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের যে নির্দেশনা দিয়েছিল, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছে। তবে আপনাদের বাস্তবতা বুঝতে হবে। ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে।’