প্রবাসীদের পাসপোর্টের ঠিকানায় থাকতে নির্দেশ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

গত ১ মার্চ থেকে দেশে আগত প্রবাসীদের পাসপোর্টে উল্লেখ করা ঠিকানায় অবস্থান করতে বলেছে বাংলাদেশ পুলিশ। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পুলিশ সদর দফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সদর দফতর জানায়, পার্সপোটে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সব প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

পাশাপাশি তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সূত্র।

বিজ্ঞাপন