ছুটিতে বাড়ি না যাওয়ার অনুরোধ বাংলাদেশ পুলিশের

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছুটিতে বাড়ি না যাওয়ার অনুরোধ বাংলাদেশ পুলিশের

ছুটিতে বাড়ি না যাওয়ার অনুরোধ বাংলাদেশ পুলিশের

করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতাল ও পুলিশ স্টেশনের মতো জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার ২৪ (মার্চ) থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য জেলা প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ছুটিতে গ্রামের বাড়ি না যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ বলছে, এই ১০ দিনের ছুটিতে অনেকেই হয়তো সরকারের মহৎ উদ্দেশ্য বুঝতে না পেরে সচেতনতার অভাবে অতি উৎসাহে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছেন। যদি এরকমই ঘটতে থাকে তাহলে এই মহামারি যেভাবে ছড়াচ্ছে তাতে আরও ভয়াবহ রূপ নেবে। কারণ জনবহুল এলাকা গণপরিবহন করোনাভাইরাস সংক্রমিত হওয়ার সবচেয়ে উপযোগী ক্ষেত্র।

তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাস ট্রেন লঞ্চ-ফেরি ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ আরও জানায়, সারাবিশ্বে বিরাজমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এনে দেশের সকল জনগণের নিকট বিনীত অনুরোধ, আপনারা এসময় গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া থেকে বিরত থাকুন।