কোভিড-১৯ মোকাবিলায় সার্কে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ ১৫ লাখ ডলার দেবে।

রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি ঠেকাতে ভারত এক কোটি ডলার দিতে প্রস্তুত বলে ১৫ মার্চ এক ভিডিও কনফারেন্স জানান নরেন্দ্র মোদি।

কোভিড-১৯ নিয়ে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের যুক্ত হওয়া ভিডিও কনফারেন্সে এ প্রস্তাব দিয়ে ভারতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এটি দেখভাল করবেন। তিনি বলেন, সংকট উত্তরণে বাণিজ্য ক্ষতি পোষাতে সার্ক অঞ্চলের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল দেবে ১০ লাখ ডলার, আফগানিস্তান ১০ লাখ ডলার, মালদ্বীপ ২ লাখ ডলার, ভুটান ১ লাখ ডলার। এছাড়া শ্রীলঙ্কা কী পরিমাণ সহায়তা দেবে এখনও জানাইনি।