ডাক্তার-রোগীদের সুরক্ষায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) তৈরি হ্যান্ড স্যানিটাইজার ডাক্তার ও রোগীদের বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করেছেন হস্তান্তর করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার (২১ মার্চ) সকালে স্যানিটাইজার হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসাধারণের হাত জীবাণুমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমাদের চিকিৎসকদের নিরাপত্তাসহ স্বাস্থ্য সুরক্ষায় রোগীদের মধ্যে এগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, স্যার সলিমুল্লাহ হাসপাতালে এ কার্যক্রম চলবে। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটের হাসপাতালেও এ কার্যক্রম চলবে। একজন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রবেশ পথে দাঁড়িয়ে সবার হাতে এ স্যানিটাইজার তুলে দেবেন। নিজে ও অন্যকে করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিএসএমএমইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিএসআইআর এর আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি ডিআরআইসিএম করোনাভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে। দেশে করোনাভাইরাসের ঝুঁকি প্রবল হওয়ায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের দুষ্প্রাপ্যতা সৃষ্টি হওয়ায় ডিআরআইসিএম এই উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে। ডিআরআইসিএম জানিয়েছে, হাত জীবাণুমুক্ত ছাড়াও হাসপাতাল, অফিস-আদালত, ঘর-বাড়ি জীবাণুমুক্ত রাখতে স্বল্পমূল্যের জীবাণুনাশক তৈরি শুরু করেছে প্রতিষ্ঠানটি।